Site icon janatar kalam

ড্র করে টুর্নামেন্টে নিজেদের লড়াই শেষ করল লালবাহাদুর বেয়ামাগার ও রামকৃষ্ণ ক্লাব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের সিনিয়র ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্টের লড়াই প্রায় শেষ পর্যায়ে। খেতাবি দখলের দৌড়ে এখন এগিয়ে রয়েছে এগিয়ে চলো সংঘ ও লাল বাহাদুর ব্যয়ামাগার। এই দুই দলের শেষ ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে কোন দল চ্যাম্পিয়ন। তাই টুর্নামেন্টের শেষ তথা দুই দলের ম্যাচের দিকেই এখন তাকিয়ে রয়েছেন শহরের ফুটবলপ্রেমীরা। এদিকে টুর্নামেন্টের সূচি অনুযায়ী মঙ্গলবার সুপারফোরে নিজেদের নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে নামে লাল বাহাদুর ব্যামাগার ও রামকৃষ্ণ ক্লাব। আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দলের ম্যাচটি এদিন সম্পন্ন হয় অমীমাংসিত ভাবেই। নির্ধারিত সময়ে উভয় দলের ফুটবলাররা দুটি করে গোল দিতে সক্ষম হয় ম্যাচ অমীমাংসিত থাকে। ফলে অমীমাংসিত ম্যাচ থেকে পয়েন্ট ভাগ করে নিয়েই এবারের সিনিয়র ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে নিজেদের লড়াই শেষ করল লালবাহাদুর বেয়ামাগার ও রামকৃষ্ণ ক্লাব।

 

 

Exit mobile version