জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে সরকার এখন পর্যন্ত ৪ লক্ষ ৩১ হাজার কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে। আজ মুম্বইয়ে আয়োজিত গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে তিনি এই তথ্য দেন।
এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী গিফট সিটিতে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম-এর সূচনা করেন। নতুন এই ব্যবস্থার ফলে এখন থেকে গিফট সিটির মধ্যে বৈদেশিক মুদ্রা লেনদেন রিয়েল-টাইমে সম্পন্ন করা যাবে। বর্তমানে এই লেনদেন নিষ্পত্তিতে ৩৬ থেকে ৫৪ ঘণ্টা সময় লাগে।
এই নতুন সিস্টেম চালুর মাধ্যমে ভারত এখন হংকং, টোকিও ও ম্যানিলার মতো দেশগুলির সারিতে যুক্ত হলো, যাদের কাছে ইতিমধ্যেই উন্নতমানের বৈদেশিক মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে।
বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, গত কয়েক বছরে ভারত ব্যাংকিং, ফাইন্যান্স ও ফিনটেক ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একাধিক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। আধার, ইউপিআই, ডিজিলকার ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো টুলস এই পরিবর্তনের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
তিনি বলেন, “প্রযুক্তি যেন সবসময় মানুষের মধ্যে বিশ্বাসের সেতুবন্ধন রচনা করে, গোপনীয়তা সুরক্ষিত রাখে এবং প্রতিটি নাগরিককে আরও শক্তিশালী করে তোলে — এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
Leave feedback about this