জনতার কলম ওয়েবডেস্ক :- ডান্তেওয়াড়া জেলায় আজ এক গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের সামনে আত্মসমর্পণ করল মোট ৩৬ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মাথার উপর ধার্য মোট পুরস্কারের অঙ্ক ছিল এক কোটি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা। জেলার পুলিশ সুপার গৌরব রাইয়ের উপস্থিতিতেই তারা আত্মসমর্পণ করে।
পুলিশ সুপার গৌরব রাই সাংবাদিকদের জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ১৮ জন নারী ক্যাডার রয়েছে। এই মাওবাদীরা মূলত দরভা ডিভিশন, দক্ষিণ বস্তার, পশ্চিম বস্তার, মাড় অঞ্চল এবং প্রতিবেশী ওড়িশা রাজ্যের বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারীদের মধ্যে সাতজন মাওবাদীর মাথার উপর আট লক্ষ টাকা করে পুরস্কার ছিল। এছাড়া আরও সাতজনের উপর পাঁচ লক্ষ টাকা করে, আটজনের উপর দুই লক্ষ টাকা করে এবং এগারো জনের উপর এক লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
পুলিশ সুপার আরও জানান, আত্মসমর্পণকারী মাওবাদীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ, আইইডি বিস্ফোরণ, অ্যামবুশ, অগ্নিসংযোগ, খুন ও গুলিচালনার মতো একাধিক গুরুতর মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তবে রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় আত্মসমর্পণকারী প্রত্যেক মাওবাদীকে পঞ্চাশ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুলিশ প্রশাসনের মতে, এই আত্মসমর্পণ মাওবাদী দমনে এক বড় সাফল্য এবং ভবিষ্যতে আরও অনেকে মূল স্রোতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


Leave feedback about this