2025-04-11
Ramnagar, Agartala,Tripura
খেলা

টানা ৫ ম্যাচে পরাজয় চেন্নাইয়ের 

জনতার কলম ওয়েবডেস্ক :- লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৩৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪ রানে হার। রান তাড়া, ব্যাটিং পারফরম্যান্স ইতিবাচক দিক হলেও হতাশা ছিল ২ পয়েন্ট হারানোর। চেন্নাইয়ের মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাবর্তনটা হল নজরকাড়া। ঋতুরাজ ছিটকে যাওয়ায় সিএসকের ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর মস্তিষ্ককে হারানো সহজ নয়। কেকেআর সেটাই করে দেখাল। 

টস হেরে প্রথমে ব্যাট করতে হয় চেন্নাইকে। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০৩ রান তোলে সিএসকে। এই টার্গেট সহজ। দুই ওপেনার শুরুটা বিধ্বংসী করায় কাজটা আরও সহজ হয়ে যায়। দলীয় ৮৫ রানে সুনীল নারিনের আউটে ক্রিজে রাহানের সঙ্গে যোগ দেন রিঙ্কু সিং। ম্যাচ দ্রুত ফিনিশ করাই টার্গেট ছিল। যদিও বল পুরনো হতেই শট খেলা কঠিন হয়ে পড়ে। মন্থর পিচে থমকে আসছিল। শেষ অবধি ৫৯ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল জয়। অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকল ধোনি ও রিঙ্কু সিংয়ের ছবিটা!

ধোনি ফিনিশেস ইট অফ ইন স্টাইল…। রবি শাস্ত্রীর এই লাইন ভারতের প্রত্যেক ক্রিকেট প্রেমীর কানে বাজে। উইকেটের পিছনে সেই মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেনও। এমন সময় রিঙ্কু সিং ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন। ধোনির স্নেহের হাত রিঙ্কুর কাঁধে। রিঙ্কু সিংয়ের মতো তরুণ ব্য়াটারের কাছে যা বড় প্রাপ্তি। এই ভিডিয়ো সকলের মন ভালো করবেই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service