2025-10-26
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

“টাকারজলায় ‘মন কি বাত’ শ্রবণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্মরণ করলেন সর্দার প্যাটেলের অবদান”

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ এর ১২৭তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় কার্যকর্তারা।

এই অনুপ্রেরণামূলক পর্বে প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীর গুরুত্ব তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, “প্রধানমন্ত্রী আমাদের জাতির ঐক্য ও অখণ্ডতার জন্য সর্দার প্যাটেলের অতুলনীয় অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন। এটি আমাদের জন্য গর্বের বিষয় এবং দেশপ্রেমের শিক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।”

এছাড়া প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ‘বন্দে মাতরম’ গানটির মাহাত্ম্যকে আরও উজ্জ্বল করতে এবং নিজেদের ভাবনা ভাগ করতে #VandeMatram150 হ্যাশট্যাগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করার জন্য।

মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের প্রেরণামূলক বার্তা স্থানীয় কার্যকর্তাদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service