জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জ্যাকসন গেটে পুর নিগম পরিচালিত সিটি হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি আশা জাগাতে পারছে না। প্রকল্প শুরুর সময় এক বছরের মধ্যে হাসপাতাল চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই লক্ষ্য থেকে এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে কাজ। ভবনের বেশ কয়েকটি অংশে এখনো নির্মাণ আধাখাচরা অবস্থায় পড়ে থাকায় উদ্বোধনের তারিখ ঘোষণা করাও সম্ভব হয়নি।
শুক্রবার কাজের গতি ও মান খতিয়ে দেখতে হাসপাতাল প্রাঙ্গণে পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, পুর কমিশনারসহ সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরা। মেয়র হাসপাতালের প্রতিটি তলা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে নির্মাণ সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন— যে কোনো মূল্যে দ্রুত কাজ শেষ করতে হবে।
পরিদর্শন শেষে মেয়র জানান, এই হাসপাতালটি পুর নিগমের উদ্যোগে হলেও রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরও এর সঙ্গে যুক্ত রয়েছে। আগরতলা শহরবাসীর উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও জিবি ও আইজিএম হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতেও এই সিটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেন মেয়র। তাঁর বক্তব্য— “পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দুই-তিন মাসের মধ্যেই হাসপাতালটি খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
তবে বাস্তব চিত্র বলছে অন্য কথা। যে গতি দেখা গেছে নির্মাণস্থলে, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই হাসপাতাল উদ্বোধন নিয়ে সংশয় তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, কাজ সম্পূর্ণ হতে আরও বেশ কিছু সময় লাগতে পারে।


Leave feedback about this