2025-08-28
Ramnagar, Agartala,Tripura
খেলা রাজ্য

জাতীয় ক্রীড়া দিবসে রাজ্যে তিনদিনব্যাপী কর্মসূচি শুরু আগামীকাল

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল ২৯ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।

মন্ত্রী জানান, ২৯ আগস্ট সকালে আগরতলা টাউন হলে জাতীয় ক্রীড়া দিবসের রাজ্যভিত্তিক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রতিভাবান খেলোয়াড়দের সংবর্ধনা জানানো হবে। একইসঙ্গে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায়ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। এদিনই ঊনকোটি, নীরমহল ও উজ্জয়ন্ত প্রাসাদে সকাল ৭টায় আয়োজিত হবে যোগা প্রদর্শনী।

৩০ আগস্ট বিকেলে বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স, সাঁতার, জুডো, ব্যাডমিন্টন, হকি, ফুটবল, ভলিবল, জিমন্যাস্টিক, টেনিস ও কাবাডি প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রতিটি জেলা ও মহকুমায়ও একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।

৩১ আগস্ট রাজ্যের সব জেলা, মহকুমা ও রাজ্যস্তরে পালিত হবে ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। আগরতলায় রাজ্যস্তরের এই সাইকেল র‍্যালি উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সার্কিট হাউস ঘুরে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ফিরে আসবে।

ক্রীড়ামন্ত্রী আরও জানান, এ উপলক্ষে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সদস্যদের প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা খেলাধুলায় অংশ নিতে উৎসাহিত করা হয়েছে। কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রকল্পের আওতায় প্রতিভাবান খেলোয়াড়দের সংবর্ধিত করা হবে। এছাড়া ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড ও ত্রিপুরা ক্রীড়া পর্ষদের অধীনে মোট ৩৯ জন খেলোয়াড়কেও পুরস্কৃত করা হবে। সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী এবং অধিকর্তা এল. ডার্লং-ও উপস্থিত ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service