2025-09-09
Ramnagar, Agartala,Tripura
দেশ

জয়শঙ্কর যুব কূটনীতিকদের সামনে ঘোষণা করলেন গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ভারতের ভূমিকা

জনতার কলম ওয়েবডেস্ক :- পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মঙ্গলবার ৩য় গ্লোবাল সাউথ ইয়ং ডিপ্লোম্যাটস ফোরাম (Global South Young Diplomats Forum – GSYDF)-এর অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করেন। এই অনুষ্ঠানে তিনি ভারত সরকারের পক্ষ থেকে গ্লোবাল সাউথের স্বার্থ ও কণ্ঠস্বরকে শক্তিশালীভাবে তুলে ধরার অটুট অঙ্গীকার ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন,

“৩য় গ্লোবাল সাউথ ইয়ং ডিপ্লোম্যাটস ফোরামের অংশগ্রহণকারীদের সঙ্গে কথাবার্তা বলে আনন্দিত। গ্লোবাল সাউথ এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে যে সংবেদনশীলতা ও ঐক্যের শক্তি কাজ করছে তা তুলে ধরলাম। পাশাপাশি, ভারতের অঙ্গীকার গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে স্পষ্টভাবে প্রকাশ, জোরালো করা ও বিশ্ব মঞ্চে আরো উচ্চকিত করার।”

গত সোমবার, সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে (SSIFS) সেক্রেটারি (South) নিণা মালহোত্রা ফোরামের ৩য় সংস্করণ উদ্বোধন করেন। এই প্রোগ্রামে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ইউরেশিয়া, ও ওশিনিয়া সহ মোট ৪২টি দেশের ৪২ জন কূটনীতিক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী সেশনে, নিণা মালহোত্রা ফোরামের প্রেক্ষাপট, অগ্রাধিকার ও ভবিষ্যৎ গঠন নিয়ে আলোচনা করেন। ডিন (SSIFS) রাজ শ্রীবাস্তব ভারতীয় কূটনীতি’র মূল নীতিমালা, ইন্টারন্যাশনাল রিলেশনসের তত্ত্ব, এবং Global South বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের কাঠামো ব্যাখ্যা করেন। তিনি অংশগ্রহণকারীদের জন্য ফলপ্রসূ সময় কাটানোর শুভকামনাও জানান।

আগস্ট মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের দৈনিক The Yomiuri Shimbun-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভারত পরিচালিত বিভিন্ন বৈশ্বিক উদ্যোগ যেমন – মিশন LiFE, Coalition for Disaster Resilient Infrastructure, International Solar Alliance এবং Global Biofuels Alliance– মূলত গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় কাজ করছে।

তিনি বলেন, “দুনিয়া ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের মাধ্যমে আরও সমানতাভিত্তিক বিশ্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণে গ্লোবাল সাউথের অগ্রাধিকার থাকা অত্যাবশ্যক।”

প্রধানমন্ত্রী মোদি আরও উল্লেখ করেন, “করোনাকালীন সংকট, সংঘাত ও সাপ্লাই চেইন সমস্যার মতো ঘটনাবলি গ্লোবাল সাউথের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, ঋণ ও আর্থিক চাপ ইত্যাদি বহুমুখী চ্যালেঞ্জ এই অঞ্চলের উন্নয়ন অগ্রাধিকারকে প্রভাবিত করছে।”

তিনি বলেন, “ভারত গ্লোবাল সাউথের সদস্য হিসেবে এই সমস্যাগুলি গভীরভাবে বুঝে এবং সর্বদা তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করছে। আমাদের G20 সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি সেই উদাহরণ। BRICS ফোরামে আমরা সক্রিয়ভাবে গ্লোবাল সাউথের স্বার্থে কাজ করে চলেছি।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service