জনতার কলম আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি কল্যাণমূলক নানা উন্নয়ন প্রকল্প সারা দেশে বাস্তবায়নের মাধ্যমে জনজাতিদের আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন। জনজাতি সম্প্রদায়ের মনীষীদের আগে কেউ চিনতো না। ২০২১ সালে ভগবান বীরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জনজাতিদের সম্মান ফিরিয়ে দিয়েছেন। আজ সাব্রুম মহকুমার মনুবনকুল বুদ্ধমন্দির প্রাঙ্গণে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলায়ু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, এম.ডি.সি কংজং মগ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা।
সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন, বর্তমানে জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি ও ভাষার প্রতি সম্মান জানানো হচ্ছে। আগরতলা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে। বিমানবন্দর ও কামান চৌমুহনি এবং রাজ্যের বিভিন্ন স্থানে মহারাজার মূর্তি বসানো হয়েছে। জনজাতি সম্প্রদায়ের থেকে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি এবং যীষ্ণু দেববর্মাকে রাজ্যপাল পদে আসীন করা হয়েছে। জনজাতি ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন ছাত্রাবাস নির্মাণ, ২১টি একলব্য স্কুল স্থাপন করা হচ্ছে। ১১টি মাল্টিপারপাস হল তৈরি করা হচ্ছে জনজাতি এলাকায়। পি.এম. জনমন স্কিমে জনজাতিদের জন্য আবাস তৈরি, বিদ্যুৎ, রাস্তা তৈরি সহ নানা উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকায়। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে জনজাতিদের আর্থিকভাবে স্বনির্ভর করার কাজ করছে সরকার।
অনুষ্ঠানের শুরুতেই ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিথিগণ। এর আগে জনজাতিদের বর্ণাঢ্য শোভাযাত্রা মহামুনি বুদ্ধমন্দির প্রাঙ্গণ পরিক্রমা করে। জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে বনকুল মহামুনি বুদ্ধমন্দির প্রাঙ্গণে সাবুম মহকুমা প্রশাসন থেকে এক প্রশাসনিক ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।





Leave feedback about this