জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় এবং ‘পূর্বোত্তর সম্পর্ক সেতু’ উদ্যোগের অংশ হিসেবে বুধবার ত্রিপুরার উনকোটি জেলায় কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।
এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মন্ত্রী টিংকু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাসসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়ন, কার্যকারিতা এবং সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছানোর প্রক্রিয়াকে আরও দৃঢ় করার বিষয়েই মূলত আলোচনা হয়।
বৈঠকের পর সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম ত্রিপুরা সরকারের প্রশংসা করে জানান, “মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর কার্যকর বাস্তবায়নে ত্রিপুরা উল্লেখযোগ্য কাজ করছে। প্রতিটি নাগরিকের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ায় এ রাজ্যের অঙ্গীকার প্রশংসনীয়।”
মঙ্গলবার বিকেলে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছনোর পর থেকেই জুয়েল ওরামের সফরসূচি শুরু হয়। ভিআইপি গেটেই তাঁকে স্বাগত জানান রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো—জনজাতি উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন, বিভিন্ন কল্যাণ প্রকল্পের বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ।
আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি তাঁর কর্মসূচিতে রয়েছে রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় সরেজমিন পরিদর্শন। আগরতলা থেকে শুরু করে তিনি একাধিক জেলায় যাবেন, স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং প্রকল্প বাস্তবায়নের বাস্তব অবস্থা পরীক্ষা করবেন।
এই সফর উত্তর–পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রের বিশেষ নজরদারি এবং ত্রিপুরার জনজাতি কল্যাণে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারকে আরও একবার স্পষ্ট করে তুলল।





Leave feedback about this