2025-03-16
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

জনজাতিদের বিকাশ ছাড়া রাজ্যের বিকাশ সম্ভব নয়: রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  স্ব-শক্তিকরণ জনজাতি, স্বশক্তিকরণ ত্রিপুরা-এই শ্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এদিন উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতিদের বিকাশ ছাড়া রাজ্যের বিকাশ সম্ভব নয় রাজীব। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের বিশ্বাসী নয়!

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটিও রাজনৈতিক হিংসার উদাহরণ নেই। আজকের এই কার্যক্রমে জনজাতি ভাই-বোনদের উপস্থিতি প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রতিটি জনজাতিদের হৃদয়ে বাস করে।

তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের জনগণের বিশেষ করে জনজাতি এলাকায় দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতি বিকাশের জন্য যে কাজ গুলি করেছে সেই কাজ গুলোর কথা জন সমাবেশে তুলে ধরার জন্যই এই সভা বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আজকের এই সভা রাজ্যস্তরে হচ্ছে আগামীতে জেলা ও মন্ডলস্তরে সমস্ত জায়গায় জন জাতি মোর্চার উদ্যোগে রাজ্যের সার্বিক বিকাশ কতটুকু হয়েছে তা আগামীতে মানুষের সম্মুখে তুলে ধরা হবে। এদিনের এইসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service