জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পঞ্চায়েতমন্ত্রী কিশোর বর্মনের সভাপতিত্বে আজ ধলাই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে পঞ্চায়েত দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে পঞ্চায়েত উন্নয়ন তহবিলে যে সমস্ত কর্মসূচি রূপায়ণ হয়েছে তা তুলে ধরা হয়। পঞ্চায়েতমন্ত্রী তা পর্যালোচনা করে বলেন, পঞ্চায়েত উন্নয়ন তহবিলের প্রাপ্ত অর্থ সঠিকভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যয় করতে হবে।
পঞ্চদশ অর্থ কমিশনের প্রাপ্ত অর্থ জিলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন ব্লকের বি.এ.সি., গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে যথাযথভাবে খরচ করতে হবে। পাশাপাশি আমার সরকার পোর্টালে লিপিবদ্ধ জনগণের সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন তিনি।পর্যালোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস প্রমুখ।
Leave feedback about this