2025-04-04
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

চূড়াইবাড়ি থেকে ৪০০ ফুট চোরাই কাঠ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহুদিন বিরতির পর চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ি বিট কর্মীরা। প্রতি রাতে কদমতলা বিটের তুলনায় চুরাইবাড়ি বিট এলাকাতে প্রচুর পরিমাণ চোরাই সেগুন কাঠ পাচার হয়। পৃথক দুটি অভিযানে ৪০০ ফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করে বনকর্মীরা। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি।

উল্লেখ্য, চুরাইবাড়ি বিট এলাকার সবগুলি পাহাড় বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। গত দুমাসে কদমতলা বিট এলাকা থেকে প্রচুর পরিমাণ সেগুন কাঠ বোঝাই গাড়ির আটক করা হয়। চুরাইবাড়িতে বেশ কয়েকটি অবৈধ কেবিনেটও রয়েছে সেই কেবিনেটের আড়ালে চলছে সেগুন কাঠের চোরা চালান।

এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি ফরেস্ট বীট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থান থেকে প্রায় পাঁচ লাখ টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা।

শুক্রবার সকালে দলবল নিয়ে বাঁট ইনচার্জ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দেবু দেব ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হান্নান মিয়ার বাড়ির পাশ থেকে চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন। সাথে একটি টুকটুক সহ আরো কিছু কাঠ উদ্ধার করা হয়। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বিট ইনচার্জ জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service