জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা হয়ে শ্রীভূমি জেলার পাথারকান্দি অঞ্চলে নেশাজাত সামগ্রী পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছিল প্রশাসনের। মাত্র এক সপ্তাহ আগে কাঁঠালতলি পুলিশ প্রায় আড়াই কোটি টাকার গাঁজা আটক করেছিল। তার মধ্যেই বুধবার রাতে পাথারকান্দি থানার অভিযানে ধরা পড়ে আরও সওয়া কোটি টাকার শুকনো গাঁজা। এরপর শুক্রবার সকালে নতুন করে বড়সড় সাফল্য পেল বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ।
সূত্রের খবর, সকাল বেলায় ত্রিপুরা থেকে আসা টিআর(08) E 1531 নম্বরের একটি মাছবোঝাই মহেন্দ্র চারচাকাকে নিয়মিত তল্লাশির জন্য আটকায় চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের গেট ইনচার্জ প্রণব মিলি। মাছের কার্টুনে ভরা স্বাভাবিক একটি মিনিলরি বলে মনে হলেও সন্দেহ হওয়ায় কার্টুনগুলো খোলা হয়।
তল্লাশিতে একের পর এক কার্টুনের নিচ থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। মোট উদ্ধার হয় দুই কুইন্টাল ৫৮ কেজি গাঁজা। বাজারমূল্যে যার দাম প্রায় এক কোটি ত্রিশ লক্ষ টাকা বলে অনুমান করছে পুলিশ। তল্লাশি চলাকালীন পরিস্থিতি বুঝে চালক পালিয়ে গা ঢাকা দেয়। পলাতক চালকের খোঁজ চলছে। আটক করা হয়েছে গাড়িটি এবং মাছবোঝাই কার্টুনসহ উদ্ধার করা গাঁজা।
গেট ইনচার্জ প্রণব মিলি জানিয়েছেন, “আটক হওয়া গাড়ির মালিকের সূত্র ধরে মামলার প্রক্রিয়া শুরু করা হবে। ধারাবাহিকভাবে পাচারের চেষ্টা বাড়ছে, তাই নজরদারি আরও জোরদার করা হয়েছে।” পুলিশের ধারাবাহিক অভিযানে স্পষ্ট—শ্রীভূমি ও ত্রিপুরার সীমান্ত ঘিরে বিভিন্ন রুটকে করিডোর বানিয়ে মাদক পাচারের চেষ্টা হলেও প্রশাসন কঠোর অবস্থানে থেকে একের পর এক চালান আটক করতে সক্ষম হচ্ছে।





Leave feedback about this