2025-07-02
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

চতুর্দশ দেবতা মন্দিরে সম্পন্ন হলো স্নানযাত্রা অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হবে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী খার্চি উৎসব। আজ ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় চতুর্দশ দেবতার স্নানযাত্রা। খয়েরপুরস্থিত হাওড়া নদীর পবিত্র স্নান ঘাটে রীতি নীতি মেনে দেবতাদের প্রতীকী মূর্তিকে স্নান করিয়ে উৎসবের সূচনা হয়।

এই স্নান যাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চতুর্দশ দেবতার প্রধান পুরোহিত রাজ চন্তাই, অন্যান্য পূজারীগণ এবং খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service