জনতার কলম ওয়েবডেস্ক :- ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’-এ ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার পুনর্গঠনে ৪৫০ মিলিয়ন ডলারের একটি আর্থিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছে ভারত। আজ কলম্বোতে সাংবাদিকদের উদ্দেশে এই ঘোষণা করেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
তিনি জানান, এই প্যাকেজের মধ্যে রয়েছে ৩৫০ মিলিয়ন ডলারের স্বল্পসুদের ঋণ (কনসেশনাল লাইন অব ক্রেডিট) এবং ১০০ মিলিয়ন ডলারের অনুদান। এই অর্থ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের পুনর্গঠন ও পুনর্বাসন কাজে ব্যবহার করা হবে।
বিদেশমন্ত্রী জানান, এই সহায়তার আওতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলিতে গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সড়ক, রেল ও সেতু সংযোগ পুনরুদ্ধার, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত ও আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িঘর নির্মাণে সহায়তা।
এদিন ড. জয়শঙ্কর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘূর্ণিঝড়ে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি চিঠিও রাষ্ট্রপতির হাতে তুলে দেন।
বিদেশমন্ত্রী বলেন, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ ও ‘মহাসাগর’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে সংকটের সময় ভারত দ্রুত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। তিনি জানান, ‘অপারেশন সাগর বন্ধু’-র আওতায় ইতিমধ্যেই প্রায় ১,১০০ টন ত্রাণসামগ্রী এবং ১৪.৫ টনেরও বেশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কার কঠিন সময়ে পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড. জয়শঙ্কর বলেন, ভারত ভবিষ্যতেও শ্রীলঙ্কায় পর্যটন বৃদ্ধি ও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণে সহযোগিতা করবে।
এর পাশাপাশি তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিণী আমারাসুরিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠনে ভারতের দৃঢ় অঙ্গীকারের কথা জানান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই পুনর্গঠন প্যাকেজ ভারত-শ্রীলঙ্কার গভীর বন্ধনের প্রতিফলন।
আজই বিদেশমন্ত্রী শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ, স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়, শ্রম ও উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত এবং উপ-পর্যটনমন্ত্রী রুয়ান রণসিংহের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পুনর্গঠন প্যাকেজ বাস্তবায়ন ও ভবিষ্যৎ ত্রাণ সহায়তা নিয়ে আলোচনা হয়।


Leave feedback about this