2026-01-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

গ্রামীণ ভারত গঠনে VB-G RAM-G বিল যুগান্তকারী: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গ্রামীণ ভারত গঠনের লক্ষ্যে কেন্দ্রের ঐতিহাসিক উদ্যোগ VB-G RAM-G (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission – Gramin) Bill 2025 নিয়ে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ রাজ্যস্তরের কার্যশালা অনুষ্ঠিত হয়। কার্যশালার উদ্বোধন করেন এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামীণ ভারতকে শক্তিশালী না করে বিকশিত ভারত গঠন সম্ভব নয়। VB-G RAM-G বিল গ্রামীণ কর্মসংস্থানকে কেবল মজুরি নির্ভর রাখবে না, বরং দক্ষতা, স্থায়ী জীবিকা ও উৎপাদনের সঙ্গে যুক্ত করে একটি সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে।”

তিনি আরও উল্লেখ করেন, এই বিলের মাধ্যমে গ্রামীণ যুবসমাজ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠী আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে এবং গ্রামীণ অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে।

কার্যশালায় বিশেষ বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, “VB-G RAM-G প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে এক বৈপ্লবিক রূপান্তর আনতে চলেছে। এই প্রকল্প গ্রামকে কেবল শ্রমের উৎস নয়, বরং উৎপাদন, উদ্যোগ ও স্বনির্ভরতার কেন্দ্রে পরিণত করবে।” কৃষি, পশুপালন, মৎস্য, স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কার্যশালার শেষ পর্যায়ে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তাঁর বক্তব্যে VB-G RAM-G প্রকল্পকে গ্রামীণ ভারতের ভবিষ্যৎ বদলের এক ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,

“MGNREGA গ্রামীণ মানুষকে বাঁচিয়েছে, আর VB-G RAM-G গ্রামীণ মানুষকে গড়ে তুলবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম কেবল শ্রমের জায়গা নয়, উৎপাদন ও উদ্যোগের কেন্দ্রে পরিণত হবে।”

তিনি আরও জানান, আগামী দিনে বুথ স্তর থেকে শুরু করে পঞ্চায়েত, মণ্ডল ও জেলা স্তর পর্যন্ত ধাপে ধাপে একটি সুসংগঠিত ও ধারাবাহিক জনসচেতনতা অভিযান চালানো হবে।

“গ্রামীণ মানুষকে শুধু উপকারভোগী হিসেবে নয়, এই উন্নয়নের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতেই হবে,”—জোর দিয়ে বলেন তিনি।

কার্যশালায় উপস্থিত বিজেপির নেতৃবৃন্দ ও কার্যকর্তারা VB-G RAM-G প্রকল্পকে ‘বিকশিত ভারত’ গঠনের পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং সর্বস্তরে এই প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service