জনতার কলম আগরতলা প্রতিনিধি :- শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভুগজুড় এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বাবুল মিয়াকে আটক করল সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ। শুক্রবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে বাবুল মিয়ার বাড়ি থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন প্রথম পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাবুল মিয়া ও তার স্ত্রী মোরশেদা বেগম। হঠাৎ আক্রমণে কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযানে থাকা পুলিশ ও বিএসএফ সদস্যরা। পরবর্তীতে দু’জনকেই আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও সন্দেহজনক কার্যকলাপের খোঁজ মিলছিল। সেই সূত্র ধরে চালানো তল্লাশি অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সোনামুড়া থানার পুলিশ।
আটক দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে বলে জানান থানার এক কর্মকর্তা। এলাকাজুড়ে অভিযানের পর স্থানীয়দের মধ্যেও স্বস্তির পরিবেশ দেখা গেছে।





Leave feedback about this