2025-11-17
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

গাঁজাসহ তেলিয়ামুড়া থানায় তিপ্রা মথার দুই নেতা আটক

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- তিপ্রা মথা দলের দুই সক্রিয় নেতা—সন্তোষ দেববর্মা ও শ্যামল দেববর্মাকে গাঁজাসহ আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার একটি বিশেষ দল ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য সাড়ে তিন লক্ষ টাকারও বেশি। ধৃতদের একজনের বাড়ি রাধাপুর থানা এলাকায়, অপরজন মান্দাই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা শুরু হয়েছে।

তেলিয়ামুড়ার ত্রিশাবাড়ি রেলস্টেশন এলাকা বা স্টেশন চত্বর প্রায়শই গাঁজাসহ নানা অবৈধ নেশা সামগ্রীর পাচারের হটস্পটে পরিণত হয়েছে। নিয়মিত ধরপাকড় হওয়া সত্ত্বেও জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

এ ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হলো—ধৃত সন্তোষ দেববর্মা তিপ্রা মথার এক সক্রিয় নেতা। শুধু তাই নয়, তিনি দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মার ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। স্থানীয় সূত্র দাবি করছে, সন্তোষ দেববর্মা মথার এমডিসি গণেশ দেববর্মার ছত্রছায়াতেই দীর্ঘদিন সংগঠনের কাজকর্ম চালিয়ে আসছিলেন।

একদিকে প্রদ্যুৎ কিশোর জাতি, সমাজ ও নৈতিকতার প্রশ্নে বড় বড় বক্তব্য রাখেন, অন্যদিকে দলেরই এক নেতার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া—এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রে।

এই ঘটনায় তিপ্রা মথা নেতৃত্ব বিশেষ করে প্রদ্যুৎ কিশোর কী প্রতিক্রিয়া জানান বা দলের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়—এখন সেদিকেই দৃষ্টি রাজ্যের রাজনৈতিক মহলের।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service