জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গড়িয়া পূজা উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘গড়িয়া পূজা ত্রিপুরার একটি বড় উৎসব এবং এপ্রিল মাসে তথা বৈশাখ মাসের ৭ম দিনে উদযাপিত হয়।
গড়িয়া দেবতা হাঁস-মোরগ ও সম্পদের দেবতা রূপে গৃহস্থের জন্য শুভ শক্তি হিসেবে পূজিত হন। ভক্তি ও সমৃদ্ধির প্রতীক এই পূজা ও উৎসব।’ এই পূজা ও উৎসব সমস্ত ত্রিপুরাবাসীর জীবনে আনন্দ, ভালবাসা ও সৌভ্রাতৃত্বের পরিবেশ বজায় রাখবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন।
Leave feedback about this