2026-01-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

কৈলাসহরের হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘রাজনীতি নয়’ মন্তব্যে বিতর্ক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরস্বতী পুজোর দিন কৈলাসহরের প্রাণকেন্দ্র কাতাল দিঘির পাড়ে ঘটে যাওয়া অশান্তিকর ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না—এমনই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তবে একইসঙ্গে এই ঘটনায় রাজনীতিকে টেনে না আনার আহ্বান জানানোয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

শনিবার রাজধানীর মডার্ন ক্লাব এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “এই ঘটনায় রাজনীতি মেশানো ঠিক হবে না।”

উল্লেখ্য, শুক্রবার বিকেলে কৈলাসহরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে আসে। দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি ছুড়তে হয়। এরপর থেকেই গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

ঘটনার সময় শাসক দলের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি বিজেপির একটি দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। রাস্তায় টেবিল-চেয়ার ভাঙচুরের পাশাপাশি যুব মোর্চার ঊনকোটি জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ।

এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর ‘রাজনীতি নয়’ মন্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। সমালোচকদের একাংশের দাবি, যেখানে শাসক দলের অভ্যন্তরীণ বিবাদ থেকেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে বিষয়টিকে রাজনীতির বাইরে রাখার বক্তব্য বাস্তবতা থেকে দূরে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল ও সরকারের তীব্র সমালোচনা করেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনা। তিনি দাবি করেন, বিজেপির শাসনে রাজ্যে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। দলবাজি, নিগো বাণিজ্য এবং ক্ষমতার লড়াইয়ের জেরে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে বলেও অভিযোগ করেন তিনি। বিরজিৎ সিনার কথায়, “যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারাই আজ পরিস্থিতি ঘোলাটে করছে।”

কৈলাসহরের এই ঘটনায় গোটা ঊনকোটি জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন—শাসক দলের অন্তর্দ্বন্দ্বের খেসারত কেন দিতে হবে সাধারণ মানুষকে?

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service