2025-09-24
Ramnagar, Agartala,Tripura
দেশ

কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দেশজুড়ে অবকাঠামো ও শিল্প বিকাশে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে।

 

🔹 জাহাজ নির্মাণ খাতে ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ

প্রায় ৬৯ হাজার ৭২৫ কোটি টাকার একটি সামগ্রিক প্যাকেজ অনুমোদন করা হয়েছে ভারতের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক ইকোসিস্টেমকে পুনরুজ্জীবিত করতে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই প্যাকেজ চার দফা ভিত্তিতে সাজানো হয়েছে—দেশীয় সক্ষমতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়ন, নতুন ও পুরনো শিপইয়ার্ড উন্নয়ন, এবং প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধি।

এর আওতায় শিপবিল্ডিং ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ২০৩৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই স্কিমের জন্য বরাদ্দ করা হয়েছে ২৪ হাজার ৭৩৬ কোটি টাকা। এছাড়া শিপব্রেকিং ক্রেডিট নোট-এর জন্য রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। সব প্রকল্প তদারকির জন্য গঠন করা হবে ন্যাশনাল শিপবিল্ডিং মিশন।

 

🔹 রেলকর্মীদের জন্য বোনাস

মন্ত্রিসভা রেলওয়ের ১০.৯১ লক্ষ কর্মচারীর জন্য ৭৮ দিনের উৎপাদনশীলতা বোনাস (PLB) অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৮৬৫ কোটি টাকা। প্রতিবছরের মতো এবারও দুর্গাপুজো ও দশেরা উৎসবের আগে কর্মীরা এই বোনাস পাবেন।

 

🔹 বিজ্ঞান ও গবেষণা খাতে নতুন প্রকল্প

কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)-এর মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির স্কিম অনুমোদন করেছে কেন্দ্র। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত এই স্কিমে ব্যয় হবে ২ হাজার ২৭৭ কোটি টাকা। এর ফলে দেশের গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও জাতীয় ল্যাবরেটরিগুলিতে নতুন প্রজন্মের গবেষকরা সুযোগ পাবেন।

 

🔹 চিকিৎসা শিক্ষায় আসন বৃদ্ধি

দেশে মেডিকেল শিক্ষার বিস্তারে সিএসএস প্রকল্পের তৃতীয় ধাপ অনুমোদন পেয়েছে। এতে আরও ৫ হাজার পোস্ট গ্র্যাজুয়েট (PG) ও ৫ হাজার ২৩টি এমবিবিএস (MBBS) আসন যুক্ত হবে।

 

🔹 বিহারে নতুন রেললাইন প্রকল্প

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCEA) বিহারের বখতিয়ারপুর-রাজগীর-তিলাইয়া রেললাইন দ্বিগুণ করার অনুমোদন দিয়েছে। খরচ হবে ২ হাজার ১৯২ কোটি টাকা। প্রকল্প শেষ হলে ১০৪ কিলোমিটার রেলপথ বাড়বে এবং রাজগীর, নালন্দা ও পাৱাপুরীর মতো গুরুত্বপূর্ণ পর্যটন ও ধর্মীয় স্থানে যোগাযোগ আরও সহজ হবে।

 

🔹 নতুন জাতীয় সড়ক প্রকল্প

এছাড়া বিহারের সাহেবগঞ্জ-অরেড়াজ-বেত্তিয়া জাতীয় সড়ক (NH-139W)-এর চার লেন নির্মাণে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। প্রায় ৭৯ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। নতুন সড়ক তৈরি হলে পাটনা-বেত্তিয়া ও উত্তর বিহারের জেলা ও নেপাল সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ সুদৃঢ় হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service