জনতার কলম আগরতলা প্রতিনিধি:- কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকটি ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং এতে দেশের সব রাজ্যের কৃষিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, অক্টোবর ১১ তারিখে সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালস’ এবং ‘জন ধন কৃষক যোজনা’ উদ্বোধন করা হবে। ত্রিপুরায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে রাজ্যের স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশন (SARS), এ.ডি. নগরে। এ ছাড়া প্রতিটি জেলা, উপজেলা ও ব্লক পর্যায়েও অনুষ্ঠান আয়োজন করা হবে।
তিনি আরও জানান, রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডঃ) মানিক সাহা উপস্থিত থাকবেন। ভিডিও কনফারেন্সে সব রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া জৈব ও প্রাকৃতিক কৃষি সম্পর্কেও আলোচনার আয়োজন করা হয়েছে।
রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিনিধি, সংসদ সদস্য, বিধায়ক, কর্পোরেটর, সভাধিপতি ও সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি, সেরা কৃষক উৎপাদন সংস্থা (FPO), কৃষক উৎপাদন সংস্থা (FPC) এবং প্রাকৃতিক কৃষি চর্চাকারী কৃষকরাও এতে অংশ নেবেন।
Leave feedback about this