জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সীমান্ত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়ার ওপারে যারা বসবাস করছেন তাদের বিভিন্ন ভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে। আমতলী থানাধীন মতিনগর এলাকায় সীমান্তের ওপারের নাগরিকদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন এ করতে চাইছে বিদ্যুৎ নিগম। জয়পুর সীমান্তে ২০ পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে। এই সমস্ত অভিযোগ ভুলে সোচ্চার হয়েছে প্রদেশ কংগ্রেস। মঙ্গলবার কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল রাজ্য মানবাধিকার কমিশনে ডেপুটেশন দেয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি এই পরিস্থিতির জন্যে বিদ্যুৎ নিগমের পাশাপাশি বি এস এফের বিরুদ্ধেও অভিযোগ তুলেন। সার্বিকভাবে দায়ী করেন সরকারকে। এদিকে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যেহেতু বিষয়টি আন্তর্জাতিক সীমান্তে। তাই তিনি জাতীয় মানবাধিকার কমিশনকে জানাবেন।
কংগ্রেসের প্রতিনিধিদেরকেও পরামর্শ দেন দলের তরফে যেন জাতীয় মানবাধিকার কমিশনকে অবগত করা হয়। এই ধরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবীর বাবু। এদিকে জানা যায় কাঁটাতারের বেড়ার ওপারের বেশ কিছু পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুতের বিল দিচ্ছে না, হক লাইন ব্যবহার করছে। তাই বিদ্যুৎ নিগম সংযোগ ছিন্ন করে দেয়। এদিন বিধানসভা অধিবেশনে এই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন
Leave feedback about this