জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল ৪৬তম ককবরক ভাষা দিবস যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ১৯৭৯ সালের এই দিনে , যদিও আজ ৪৬ বছর বাদেও তার অধিকার দেওয়া হয়নি৷ তারপরও আজ রাজ্যব্যাপী ঘটা করে পালিত হচ্ছে ৪৬ তম ককবরক ভাষা দিবস। এই উপলক্ষে আগরতলায় এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলিতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়। এদিন তিনি বললেন, ককবরক ভাষীদের অধিকার রক্ষায় রাজ্য সরকার সচেষ্ট। স্বীকৃতি প্রাপ্তির ৪৬ বছর পূর্ণ করে ৪৭ বছরে পদার্পণ করেছে ককবরক ভাষা। কক মানে ভাষা ,আর বড়ক মানে মানুষ। যাকে তরজমা করলে দাড়ায় ,মানুষের ভাষা । ১৯৭৯ সালের এই দিনে একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল ককবরক ভাষা যা রাজ্যের একটি অন্যতম সরকারি ভাষা এবং স্বশাসিত জেলা পরিষদের প্রথম ভাষা । কিন্তু স্বীকৃতি প্রাপ্তির ৪৬ বছর বাদেও এই ভাষার স্ক্রিপ্ট আজও চালু হয়নি ।কেন হয়নি ?এর পেছনে রয়েছে একাধিক সামাজিক ও রাজনৈতিক কারণ ।