জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকায় কোথায় কি সমস্যা রয়েছে, কি ভাবে এর সমাধান করতে হবে সেই বিষয়ে নিয়মিত সরেজমিনে পরিদর্শনে বের হন মেয়র দীপক মজুমদার। শনিবার ৩৫ নং ওয়ার্ড পরিদর্শন করেন মেয়র। সঙ্গে ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিগমের আধিকারিক সহ অন্যান্যরা।
এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন মেয়র। বিভিন্ন গলি পথ ঘুরে দেখেন। কথা বলেন সংশ্লিষ্ট এলাকাবাসীর সঙ্গে। এলাকায় রাস্তাঘাট ও ড্রেনগুলি নিয়ে কিছু সমস্যা রয়েছে। উন্নয়নমূলক কাজে এলাকার নাগরিকরা সহযোগিতা করবেন বলে জানান।
Leave feedback about this