2024-09-13
agartala,tripura
রাজ্য

এক তারিখ, এক ঘন্টা,‌ এক সাথে প্রধানমন্ত্রীর এই বার্তাকে সামনে রেখেই স্বচ্ছতা অভিযান : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২রা অক্টোবর জাতির জনক বলে পরিচিত মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। গান্ধীজীর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে এক অক্টোবর একসাথে ১ ঘন্টা স্লোগান দিয়েছিলেন মন কি বাত অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সাড়া দিয়ে সরকারিভাবে ও শাসক দল বিজেপির উদ্যোগে রবিবার গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হয় স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযান। সর্বভারতীয় কর্মসূচি এদিন রাজ্যেও সাফাই অভিযানের মধ্য দিয়ে অনুষ্ঠিত। সরকারিভাবে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার কামান চৌমুনী স্থিত এমবিবি চৌমোনিতে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে হাতে ঝাড়ু নিয়ে সাফাই অভিযানে অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ আরো অনেকে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান, মহাত্মা গান্ধীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী গোটা দেশ জুড়ে এক ঘন্টার শ্রমদানের মাধ্যমে সাফাই অভিযান সংঘটিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়েই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন। এর মুখ্য উদ্দেশ্য হলো স্বচ্ছ ত্রিপুরা স্বচ্ছ ভারত গঠন করা। যদিও প্রতিনিয়তই স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবারের এই কর্মসূচি স্বাভাবিকভাবেই অনেকটা ব্যতিক্রম।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service