জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (বুধবার) নয়াদিল্লির যশোभूमিতে এশিয়ার সবচেয়ে বড় টেলিকম, মিডিয়া ও প্রযুক্তি সম্মেলন ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ২০২৫-এর নবম সংস্করণের উদ্বোধন করেছেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেলিকম খাতে সাফল্য ‘আত্মনির্ভর ভারত’ দৃষ্টিভঙ্গির শক্তিকে প্রতিফলিত করে। তিনি জানান, যে দেশ একসময় 2G নেটওয়ার্কে সমস্যায় ভুগত, সেই দেশ আজ প্রায় প্রতিটি জেলায় 5G কভারেজ নিশ্চিত করেছে।
শ্রী মোদী বলেন, “ডিজিটাল কানেক্টিভিটি আজ আর বিলাসিতা নয়, বরং প্রতিটি ভারতবাসীর জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ।” তিনি আরও জানান, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এখন আর শুধু মোবাইল ও টেলিকমের মধ্যে সীমাবদ্ধ নেই — কয়েক বছরের মধ্যেই এটি এশিয়ার বৃহত্তম ডিজিটাল প্রযুক্তি মঞ্চে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশ সম্প্রতি সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তিতে তৈরি ‘মেড ইন ইন্ডিয়া 4G স্ট্যাক’ চালু করেছে, যা একটি বড় সাফল্য। তিনি বলেন, “এখনই বিনিয়োগ, উদ্ভাবন এবং ‘মেক ইন ইন্ডিয়া’-র জন্য সেরা সময়।”
মোদী জানান, ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার এবং দ্বিতীয় বৃহত্তম 5G বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশ এখন উদ্ভাবন ও অগ্রগতির একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
📌 অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ভারত এখন বিশ্বের ডিজিটাল ফ্ল্যাগ বেয়ারার বা নেতৃত্বদাতা দেশে পরিণত হয়েছে। তিনি জানান, দেশের টেলিকম বিপ্লবের ভিত্তি চারটি ‘D’-এর উপর দাঁড়িয়ে আছে — Democracy (গণতন্ত্র), Demography (জনসংখ্যার গঠন), Digital First (ডিজিটাল অগ্রাধিকার) এবং Delivery (সরবরাহ ব্যবস্থা)।
মন্ত্রী বলেন, ২০১৪ সালে দেশে মাত্র ৬ কোটি ব্রডব্যান্ড ব্যবহারকারী ছিল, যা এখন বেড়ে ৯৪.৪ কোটি হয়েছে। বর্তমানে দেশের ৯৯.৯ শতাংশ জেলা 5G নেটওয়ার্কের আওতায় এসেছে। এছাড়া, ২০টি দেশ ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মডেল গ্রহণের জন্য সক্রিয় আলোচনায় রয়েছে। ভারত এখন বিশ্বের মোট মোবাইল ব্যবহারকারীর ২০ শতাংশের আবাসস্থল।
চার দিনব্যাপী এই অনুষ্ঠানটিতে ১৫০টিরও বেশি দেশ থেকে দেড় লক্ষাধিক দর্শক এবং ৪০০-রও বেশি সংস্থা অংশ নিচ্ছে। ইভেন্টে অপটিক্যাল কমিউনিকেশন, টেলিকমে সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম কমিউনিকেশন এবং 6G প্রযুক্তি নিয়ে গুরুত্ব দেওয়া হবে। এই বছরের থিম ‘Innovate to Transform’, যা উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল রূপান্তর ও সামাজিক অগ্রগতির প্রতি ভারতের অঙ্গীকারকে তুলে ধরে।
Leave feedback about this