জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বমঞ্চে মেঘালয়ের অনন্য জীবন্ত ঐতিহ্যের স্বীকৃতির পথে আরও এক ধাপ এগোল ভারত। মেঘালয়ের বিখ্যাত ‘লিভিং রুট ব্রিজ’ বা জীবন্ত শিকড়ের সেতুকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ভারত আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর কাছে মনোনয়ন ডসিয়ার জমা দিয়েছে। এই মনোনয়নের শিরোনাম— “জিংকিয়েং জ্রি / লিউ ক্রাই কালচারাল ল্যান্ডস্কেপ”। এটি ইউনেস্কোর ২০২৬–২৭ বিশ্ব ঐতিহ্য মূল্যায়ন চক্রের অধীনে বিবেচিত হবে।
ইউনেস্কোর প্যারিস সদর দফতরে ভারতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বিশাল ভি. শর্মা ডসিয়ারটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের ডিরেক্টর লাজারে আসোমো এলাউন্দোর হাতে তুলে দেন।
মনোনীত এই সাংস্কৃতিক ল্যান্ডস্কেপটি খাসি ও জয়ন্তিয়া পাহাড় অঞ্চলজুড়ে বিস্তৃত। শতাব্দীর পর শতাব্দী ধরে খাসি ও জয়ন্তিয়া আদিবাসী সম্প্রদায় এই অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে ও সংরক্ষণ করে চলেছে। মানুষের সঙ্গে প্রকৃতি ও বিশ্বাস ব্যবস্থার গভীর সম্পর্ক এই ঐতিহ্যের মধ্য দিয়ে ফুটে ওঠে, যা প্রথাগত ভূমি ব্যবস্থাপনা, সামাজিক শাসনব্যবস্থা এবং টেকসই পরিবেশ রক্ষার মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
এই মনোনয়নের কেন্দ্রবিন্দুতে রয়েছে জীবন্ত শিকড়ের সেতুগুলি, যা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের আদিবাসী দর্শন এবং ‘মেই রামেউ’ অর্থাৎ ‘মা ধরিত্রী’-র প্রতি শ্রদ্ধার প্রতীক।
রাষ্ট্রদূত বিশাল ভি. শর্মা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি তিনি প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই), বিদেশ মন্ত্রক এবং স্থানীয় জনগোষ্ঠীর অবদানের কথা উল্লেখ করেন, যাঁরা এই জীবন্ত ঐতিহ্য সংরক্ষণ ও লালন করে চলেছেন।
এই মনোনয়নের মাধ্যমে জীবন্ত সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ সংরক্ষণ এবং ইউনেস্কোর মাধ্যমে আন্তর্জাতিক ঐতিহ্য সংরক্ষণে ভারতের অঙ্গীকার আরও একবার তুলে ধরা হলো।


Leave feedback about this