জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধুনিক এই যুগে যেখানে লোভ লালসা সে জায়গায় দাঁড়িয়ে সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য এক ব্যতিক্রমী মানুষ,যাকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের যুব সমাজের স্বপ্ন বাস্তবায়নের কথাই তারিয়ে নিয়ে বেড়াতো। বহু চড়াই উৎরাইকে প্রতিহত করে বুদ্ধদেব নিজেকে ইস্পাতের মত তৈরি করে ছিলেন। সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিটব্যুরোর প্রাক্তন সদস্য জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় এই কথা বলেন পশ্চিমবঙ্গের বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী ও অনিল বসু দীর্ঘদিনের দীর্ঘ পার্টির সাথে চলা। বিশেষ করে বিমান বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের চলা দীর্ঘ সময়ের লড়াই। বিমান বসু বলেন জ্যাঠা রাখাল ভট্টাচার্যের কাছে থেকেই জীবন পরিবর্তন করে মার্কস ও লেনিনবাদকে আদর্শকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন। বিমান বসু স্পষ্ট করে বলেন বুদ্ধদেব রাজনীতি না করলে সফল কবি হতেন সাহিত্যিক হতেন।
পশ্চিমবঙ্গের যুবশক্তির স্বপ্ন সফল করতেই সিঙ্গুর নন্দীগ্রাম ও শালবনীর ইস্পাত শিল্প। তিনি বুঝতে পেরেছিলেন মোটর গাড়ি শিল্পের পেছনে পেছনে অনুসারী শিল্প এসেই যুবকদের সমস্যা মেটাবে। স্মরণসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন মানুষ চিরস্মরণীয় নয় বুঝি তারপরও বুদ্ধদেব ভট্টাচার্যরা কিছু ভালো কাজ করে গেছেন।
সেরকম পশ্চিমবঙ্গের মানুষের জন্য দারুন করতে গিয়ে ঠকলেন বটে কিন্তু মানুষ আজীবন স্মরণ করে যাবে। তিনি রাজ্যের এই ভয়ঙ্কর বন্যার সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন রাজ্যের সন্ত্রাস কবলিত অবস্থা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে যার মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করা যাবে।
Leave feedback about this