জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপ্রাসাদের স্বার্থ সংক্রান্তকোনো বিষয় আসলে সমস্ত জাতীয় দল এক হয়ে যায়। কংগ্রেস সিপিএম বিজেপি কোনো দলইতো রোমান লিপিতে ককবরক চালু করেনি। আগে তিপ্রাসাদের স্বার্থ, তাদের সঙ্গে আমি প্রতারণা করতে পারবো না। কথাগুলি বলেছেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোরে দেববর্মন। রোমান লিপিতে ককবরক ভাষা চালুর দাবিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে টিপরা মথার ছাত্র সংগঠন টিপরা স্টুডেন্টস ফেডারেশন।
এর মধ্যে আগরতলায় সার্কিট হাউস সংলগ্ন এলাকাতেও পথ অবরোধ করা হয়। টায়র পুড়িয়ে বিক্ষোভ দেখানআন্দোলনকারীরা । এদিন তাদের সঙ্গে যোগ দেন প্রদ্যুৎ কিশোরও। তিনি এই আন্দোলনকে পূর্ন সমর্থন করেন। অনেকটা সময় ছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। বিধানসভাতেও রঞ্জিত দেববর্মা রোমান লিপিতে ককবরকচালুর বিষয়টি উথ্যাপন করবেন বলে জানান তিনি।
বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলন চলবে বলে জানান প্রদ্যুৎ। তিনি বলেন, ছাত্র ছাত্রীরা রোমান লিপিতে লিখতে চায়। তাতে কি অসুবিধা সরকারের? শিক্ষার্থীদের আগে পাশ করতে দিতে হবে। তারা যদি পাশ না করে বিপথে চালিত হয় তখন বলবে তীপ্রসারা উগ্রপন্থী হয়েগেছে। যে দলের সাথেই জোট থাকুক না কেন আগে তিপ্রাসাদের স্বার্থে কথা বলবেন বলে সাফ জানিয়েদেন প্রদ্যুৎ।
Leave feedback about this