2025-04-20
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক তিন বাংলাদেশী নাগরিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবারের পর শনিবারও আগরতলা রেল স্টেশন চত্বর থেকে গ্রেফতার বাংলাদেশী নাগরিক। এবার এক মহিলা ও দুই পুরুষকে আটক করল পুলিশ। আগরতলা রেল স্টেশনের জিআরপি থানা,আরপিএফ, বিএস এফ ও গোয়েন্দা বিভাগের আধিকারিকদের যৌথ অভিযানে এই তিন বাংলাদেশীকে আটক করা হয়।

আবারো আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আটক হলো তিন বাংলাদেশী নাগরিককে। শনিবার সন্ধ্যায় আগরতলা জি আর পি, আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে প্রবেশকারী তিন নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক জন মহিলা এবং দুইজন পুরুষ।

তাদের নাম কামরুন নেসা, মহম্মদ ইসমাইল হোসেন এবং মহম্মদ নুর হোসেন। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি স্মার্ট ফোন, কিছু ভারতীয় অর্থ এবং বাংলাদেশী পরিচয় পত্র পাওয়া গেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে রেলযোগে বহিঃরাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতেই আগরতলা রেলস্টেশনে আসে তারা।

এই ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে রেল পুলিশ। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান আগরতলা রেল থানার ওসি তাপস দাস।তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পাচারকাণ্ডে জড়িত আরো অভিযুক্তের নাম বেরিয়ে আসবে বলে আশাবাদী পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service