Site icon janatar kalam

আগরতলা পুরনিগমের অপরিকল্পিত কাজের বিরুদ্ধে কংগ্রেসের মিছিল ও বিক্ষোভ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলা পুর নগরীতে নাগরিকদের দীর্ঘদিনের দুর্ভোগের প্রতিবাদে সদর জেলা কংগ্রেস মঙ্গলবার সোচ্চার হয়েছে। দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে আগরতলা পুর নিগম প্রধান কার্যালয়ের দিকে অগ্রসর হয়। কিন্তু পুর নিগমের গেটের সামনে পুলিশ মিছিলটির পথ বন্ধ করলে নেতাকর্মীরা সেখানেই জমায়েত হয়ে জোরালোভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।

কংগ্রেস নেতৃবৃন্দ দাবি করেছেন, আগরতলা শহরে রাস্তা-ঘাটের অবস্থা বেহাল, কভারড্রেন নির্মাণের নামে নতুন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, অপরিষ্কৃত পানীয় জল সরবরাহ করা হচ্ছে, পাশাপাশি বহু জায়গায় রাস্তা খনন করে অর্ধ-নির্মিত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই ধরনের অপরিকল্পিত ও অবৈজ্ঞানিক কাজের কারণে শহরবাসী জীবনের গতি কঠিনতর হচ্ছে।

সদর জেলা কংগ্রেসের প্রধান অভিযোগ, “স্মার্ট সিটির নামে পুরনিগম কর্তৃক পরিচালিত প্রকল্পগুলো নগরবাসীর মৌলিক সেবার চরম অবমূল্যায়ন ঘটাচ্ছে। আমরা শুধুমাত্র মানুষের কল্যাণে এই প্রতিবাদ করছি, কোনো রাজনৈতিক স্বার্থে নয়। আমাদের উদ্দেশ্য পুরনিগমের মেয়রের কাছে এই সমস্যা তুলে ধরতে ডেপুটেশন দেওয়া।”

তাদের আরও অভিযোগ, নগর পরিষদের প্রায় ১৬ কোটি টাকা হাপিজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। তারা দাবি করেছেন, এই অনিয়মের দায় নিতে হবে সংশ্লিষ্টদের।

অপর দিকে, আগরতলা পুরনিগমের মেয়র জানান, “বর্তমানে কিছু সমস্যার কারণে অসুবিধা হচ্ছে, তবে সাময়িক এই সমস্যা সমাধানে আগামী ৭–৮ মাসের মধ্যে উন্নয়ন কার্যক্রম শেষ হয়ে শহরের চিত্র বদলে যাবে।” সদর জেলা কংগ্রেসের এই কর্মসূচির পর পুরনিগম কর্তৃপক্ষের পদক্ষেপ কী হবে, তা দেখার অপেক্ষা করছেন নগরবাসী।

Exit mobile version