2025-07-21
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

আকাশ থেকে স্কুলের উপর ভেঙে পড়ল বায়ুসেনা বিমান, নিহত অন্তত ১৯

জনতার কলম ওয়েবডেস্ক :- সময় যত এগোচ্ছে বাংলাদেশের উত্তরায় মৃতের সংখয়াও বাড়ছে হু হু করে। ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরেই বাংলাদেশে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। ঘটনার পরেই ১জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। মৃত্যু বাড়তে পারে বলে জানানো হয়েছিল। সেই মতো মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ জন। তারমধ্যে রয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, শিক্ষার্থী সহ শতাধিক মানুষ।

ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ জাহেদ কামাল সোমবার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাস্থল পরির্দশন করতে গিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছেন মৃতের কথা। সূত্রের খবর, উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছুটির সময় মাঠের ওপরে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। এই ঘটনা পাইলট ছাড়া আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ৬০ জনকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উদ্ধার করার কাজ চলছিল। কয়েকজনকে উদ্ধার করে সম্মিলিতি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিকেলের দিকে হাসপাতালের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের রাজধানীর উত্তরায় সোমবার (২১ জুলাই) দুপুর ১টার নাগাদ মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধার করার কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। হেলিকপ্টারে করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ভিড় জমিয়েছে। সেই ভিড়ের কারণে উদ্ধার কাজে দেরি হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service