2026-01-27
Ramnagar, Agartala,Tripura
দেশ

আইআইটি গুয়াহাটির নতুন প্রযুক্তিতে পূর্ব হিমালয়ে হিমবাহজনিত বিপদের আগাম সতর্কতা

জনতার কলম ওয়েবডেস্ক :- পূর্ব হিমালয় অঞ্চলে হিমবাহ গলনের ফলে সৃষ্ট বিপদ আগেভাগে চিহ্নিত করতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন আইআইটি গুয়াহাটির গবেষকরা। এই প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা এমন ৪৯২টি স্থান শনাক্ত করেছেন, যেখানে ভবিষ্যতে গ্লেশিয়াল হ্রদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উচ্চ রেজোলিউশনের স্যাটেলাইট ছবি ও ডিজিটাল এলিভেশন মডেল ব্যবহার করে এই গবেষণা করা হয়েছে। এর ফলে পাহাড়ি অঞ্চলে দুর্যোগ ঝুঁকি কমানো, জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত করা এবং গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড (GLOF)-এর মতো বিপদের আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

আইআইটি গুয়াহাটির গবেষকদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে নিরাপদ অবকাঠামো নির্মাণ ও হিমবাহপ্রবণ এলাকায় কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Nature Scientific Reports-এ প্রকাশিত হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service