জনতার কলম ওয়েবডেস্ক :- অপারেশন সিঁদুর’ এর পর গোটা বিশ্বের কাছে পাকিস্তানের নগ্ন চেহারা প্রকাশ করে দিয়েছেন ভারতীয় সাংসদরা। আজ সোমবার (২১ জুলাই) সংসদের বাদল অধিবেশন শুরুর মুখেই শশী থারুর-অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দেশের স্বার্থে রাজনৈতিক মতাদর্শ ভুলে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর কতায়, ‘পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশবাসী ঐক্যবদ্ধ ছিলেন। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকেও ঐক্যমতে পৌঁছনো উচিত।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনা গত ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে যে প্রত্যাঘাত চালিয়েছে তারও প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর কণ্ঠে। ভারতীয় সেনার প্রশংসা করে তিনি বলেন, ‘মাত্র ২২ মিনিটেই লক্ষ্য হাসিল করেছিল আমাদের সেনা। গোটা বিশ্ব ভারতীয় সেনার ক্ষমতা লক্ষ্য করেছে। ২২ মিনিটের মধ্যেই পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে জমিতে মিশিয়ে দিয়েছে। দেশে তৈরি যুদ্ধাস্ত্র দিয়েই এই অভাবনীয় সাফল্য লাভ করেছে আমাদের সেনারা। মেড ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যে সমরাস্ত্র তৈরি হচ্ছে, তা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। বিশ্বের যে দেশেই গিয়েছে সেখানেই মেল ইন ইন্ডিয়া কর্মসূচিতে তৈরি ভারতীয় যুদ্ধাস্ত্রের প্রশংসা শুনেছি।’
দেশে থেকে লাল সন্ত্রাস দূর করতে অর্থাৎ নকশাল ও মাওবাদী নিধনে যে অভিযান চালানো হচ্ছে তারও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরাপত্তা রক্ষীরা দেশবাসীকে মাওবাদীদের হাত থেকে রক্ষা করতে যে অভিযান চালাচ্ছে তার জন্য তাদের প্রশংসা করছে। ক্রমশই মাওবাদীদের সংখ্যা কমছে। আমি গর্বিত যে বন্দুকের নল নয়, আমাদের দেশের সংবিধানেরই জয় হচ্ছে। এক সময়ে মাওবাদীদের সন্ত্রাসের কারণে যে সব এলাকা রেড জোন হিসাবে পরিচিত ছিল, আজ তা গ্রিন জোন হয়ে উঠেছে।’
Leave feedback about this