জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যারাতে আমতলী থানার পুলিশ আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম সুবীর সাহা এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি বিশালগড় এলাকায় জানায় এবং বাড়িতেও বেশ কিছু পরিমান ব্রাউন সুগার মজুত রয়েছে বলে জানাই। তারপর তৎক্ষণাৎ বিশালগড় পুলিশের সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে, পাশাপাশি ক্যাশ ৪৭৫০০ টাকা খালি কৌটা সহ একটি গাড়ি আটক করা হয়। এদিন সংবাদমাধ্যমকে পুলিশ আধিকারীক জানান উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমান ৩০ গ্রাম যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা বলে। তাছারা এন বি পি এস আইনের অধিন তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং কাল ওই ব্যক্তিকে কোর্টে তোলা হবে বলে জানান আমতলী থানার এস ডি পিও আশিস দাস গুপ্ত।
অপরাধ
ব্রাউন সুগার সহ আটক নেশাকারবারী
- by janatar kalam
- 2022-04-21
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this