জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রতি রাতেই চোর চক্র পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী। শনিবার রাতে চোরচক্র কার্যত যেন দাপিয়ে বেড়ালো গোটা রামনগর এলাকায়। এদিন মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে সংঘটিত হয় তিন তিনটি চুরির ঘটনা। এমনিতেই সাধারণ মানুষ এখন ডাকাতের আতঙ্কে তঠস্থ। এর মধ্যে আবার বাড়ছে চুরির ঘটনা। এদিন রামনগর চারের শেষ মাথায় মসজিদ সংলগ্ন এলাকায় বাজারের দুই দুটি দোকানে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিল নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী। এখানেই শেষ নয়, একই রাতে জয়নগর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চোর চক্র। সুমন হালদার নামে জনৈক ব্যক্তির বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ সহ ঠাকুরের সমস্ত স্বর্ণালংকার হাতিয়ে নেয়। কাক ভোরে বাড়ির মালিক চোরচক্রের তৎপরতা উপলব্ধি করতেই চোরের দল নিরাপদে গা ঢাকা দেয়। সাত সকালে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই আতঙ্ক দেখা দেয় স্থানীয় নাগরিকদের মধ্যে। তবে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। অভিযোগ পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে চুরির ঘটনা অনেকটাই লাগাম টানা সম্ভব হতো।
অপরাধ
চোর চক্রের দাপটে আতঙ্কগ্রস্থ সাধারণ মানুষ
- by janatar kalam
- 2022-08-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this