জিরানিয়ায় 2 জন প্রবীণ নাগরিকের উপর আক্রমণ করেছে দুষ্কৃতিকারীরা। আহত কর্মীদের দেখতে জিবি হাসপাতালে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের নেতৃত্ব। এদিন জিবি হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শ্রী রায় বর্মন অভিযোগ করে বলেন বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীরা 9 ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবসের প্রাক্কালে এই ঘটনা সংঘটিত করেছে। যাদেরকে আক্রমণ করেছে তারা সাধারণ কংগ্রেস সমর্থক ছিলেন। সরাসরি কংগ্রেস আন্দোলনে তারা কখনোই আসেনি। অথচ তাদেরকেই নির্মমভাবে পিটিয়েছে দুস্কৃতিকারীরা। তবে খবর সূত্রে এলাকার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বদনাম করতে একাংশ সিপিআইম কর্মী কংগ্রেসের যোগসাজোশে এই ধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
অপরাধ
আহত কর্মীদের দেখতে জিবিতে গেলেন সুদীপ
- by janatar kalam
- 2022-08-09
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this