Site icon janatar kalam

আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন সরকারি কর্মচারীরা, রাজ্যে অস্বাভাবিকভাবে চলছে অর্থনৈতিক সংকট : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার অনুষ্ঠিত হয় বিলোনীয়া মহকুমার সিপিআইএমের রাজ্য সম্মেলন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পুলিটব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দল বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা জোট সরকারকে এক হাত নিয়ে বলেন প্রতারক বিজেপি জনগণকে ভুল প্রতিশ্রুতি এবং বিভ্রান্ত করে শাসন ক্ষমতায় এসেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যবাসীকে পরিবর্তনের ডাক দিতে হবে এবং তিনি আরো বলেন রাজ্যে জিনিসপত্রের দাম ও কালোবাজারি বেড়েই চলছে।

গ্রামেগঞ্জে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। তাছাড়া বিগত বাম শাসনে রাজ্যের প্রায় কুড়িটি দপ্তরের মাধ্যমে কাজের সুযোগ দিয়ে জনসাধারণকে বাঁচিয়ে রাখত, বন্ধ হয়েছিল অনাহারের কারণে সন্তান বিক্রির ঘটনাও, কিন্তু বর্তমান রাজ্য সরকারের আমলে নেই টুয়েপ ও রেগার কাজ। দিশাহারা মানুষ, অনাহারে চলছে সন্তান বিক্রির ঘটনাও। তা সত্ত্বেও রাজ্য সরকার কোনভাবেই স্বীকার করছে না। পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও বর্তমান শাসক দলকে তুলোধনু করলেন শ্রী সরকার, তিনি বলেন রাজ্যের শিক্ষা বেহাল দশায় পরিণত হয়েছে।

প্রতিটি স্কুল ভুগছে শিক্ষক স্বল্পতায়। শিক্ষকের দাবিতে রাস্তায় আন্দোলনে নামছে পড়ুয়ারা, তাছাড়া শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ছে অনেক বিদ্যালয়, তা সত্ত্বেও কোন হেলদোল নেই রাজ্য সরকারের। তাছাড়া তিনি অভিযোগ করেন ত্রিপুরায় বিজেপি জোট সরকার থাকা সত্ত্বেও আর্থিক বঞ্চনার শিকার হচ্ছেন সরকারি কর্মচারীরা, রাজ্যে ও অস্বাভাবিকভাবে চলছে অর্থনৈতিক সংকট। তাই এর বিরুদ্ধে সবাইকে একত্রে লড়াই করার আহ্বান রাখেন তিনি।

Exit mobile version