Site icon janatar kalam

TFA পরিচালিত সি ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল সরোজ সংঘ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল সরোজ সংঘ। সোমবার রাজধানীর উমাকান্ত মাঠে হয় উদ্বোধনী ম্যাচ। এবছর ১৬ টি দলকে নিয়ে শুরু হয়েছে তৃতীয় ডিভিশনের আসর। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১৬ টি দলকে। এদিন বলে কিক দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য।

এদিন ম্যাচ শুরু হবার আগে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সংস্থার পেট্রন রতন সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী। ম্যাচ শুরু হবার আগে উপস্থিত অতিথিরা উভয় দলের ফুটবলার ও রেফারিদের সাথে পরিচিত হন মাঠে।

তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও সরোজ সংঘ।উদ্বোধনী ম্যাচে সরোজ সংঘ জয়ী হয় ১-০ গোলে। ম্যাচে সরোজ সংঘের হয়ে খেলার ৮৬ মিনিটে গোল করেন বিপ্লব দেববর্মা।

টি এফ এ সচিব জানান, সি ডিভিশনের রানার্স ও চ্যাম্পিয়ন দল উঠবে বি ডিভিশনে। এদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাব গুলির কাছে সংস্থার সভাপতির অনুরোধ নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে খেলায় অংশ নেওয়ার জন্য। তিনি আশা করেন এবছরও মাঠে প্রচুর দর্শক আসবে।

Exit mobile version