জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হওয়া বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) এর দ্বিতীয় পর্যায়ে এখন পর্যন্ত দেশের ভোটারদের মধ্যে ৪২ কোটিরও বেশি গণনা ফর্ম বিতরণ করা হয়েছে। এটি এই পর্যায়ের আওতায় থাকা মোট ৫১ কোটি ভোটারের প্রায় ৮২.৭১ শতাংশ।
সবচেয়ে বেশি ফর্ম বিতরণ হয়েছে উত্তর প্রদেশে — রাজ্যটিতে ১২ কোটি ৩৩ লক্ষেরও বেশি ফর্ম ভোটারদের হাতে পৌঁছেছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৭ কোটি ১৪ লক্ষেরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, দ্বিতীয় পর্যায়ে এই বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচি নয়টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে শুরু হয়েছে। চলমান গণনা পর্যায়টি আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।

