2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক

Pok নয় সেখান থেকে একটা আপেল এনে দেখাও : অধীর 

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের বিষয়ে, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী সংবাদমাধ্যমের সামনে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, যে ধরে নিলাম জওহরলাল নেহেরু ভুল করেছিলেন ” আর এই বিষয়টিকে সারাদিন হাউসে আলোচনা করা উচিত এটি একটি ছোট বিষয় নয়। শুধু অমিত শাহই নন যিনি ভারতের ইতিহাস জানেন। দেশের মানুষ জানতে পারবে ২০১৯ সালে যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন অমিত শাহ বলেছিলেন যে PoK ফিরিয়ে আনা হবে। PM মোদী ক্ষমতায় আসার ১০ বছর হয়ে গেছে, অটল বিহারী বাজপেয়ী ৬ বছর ক্ষমতায় ছিলেন। তাহলে, কে বিজেপিকে থামাচ্ছে? কেন তারা আনতে পারছে না যেখানে পিওকের বুক চিরে চেন এবং পাকিস্তানের তৈরি হচ্ছে, এই বিষয়ে কেন থেমে যাচ্ছে ভারতের দুই বীর সন্তান অমিত ও মোদি। শুধু পিওকে নয় যদি পারো সেখান থেকে একটা আপেল এনে বলো যে কংগ্রেস যেটা করতে পারিনি সেটা ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে। ২০২৪ সালের নির্বাচনের আগে PoK ফিরিয়ে নিয়ে আসেন, আপনি সমগ্র ভারতের সমস্ত ভোট পাবেন বলেও এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service