জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে সৃষ্ট হুমকির পরিপ্রেক্ষিতে সরকারী সংস্থাগুলি চব্বিশ ঘন্টা কাজ করছে, যা ইতিমধ্যে রাজ্যের পাশাপাশি উত্তর-পূর্বের বিভিন্ন অংশে এর ক্ষোভ প্রকাশ করেছে।
যেকোনো ধরনের ঘটনা মোকাবিলায় নিয়োজিত সংস্থাগুলির প্রচেষ্টার প্রশংসা করে, সিএম মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হলেও প্রশাসন সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এই দূর্যোগপূর্ণ আবহাওয়াতেও নিরলস ভাবে কাজ করে যাওয়া দূর্যোগ মোকাবিলা দল (NDRF), বিদ্যুৎ কর্মীগণ, অগ্নি নির্বাপক দপ্তর ও অন্যান্য জরুরি পরিসেবার সাথে সংযুক্ত কর্মীদের আমি কুর্নিশ জানাই। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসন ও সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।