Site icon janatar kalam

MGN রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- MGN রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবি নিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজধানীর রাজপথে অনুষ্ঠিত হলো সুবিশাল মিছিল। এ দিনের মিছিলটি ক্ষেতমজুর ইউনিয়নের সদর কার্যালয়ে সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান বর্তমান কেন্দ্র সরকার আধার ভিত্তিক মজুরি প্রদানে যে পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার ফলে গোটা দেশে সাড়ে সাত কোটি জব কার্ড হোল্ডার বাতিল পরেছে, যার প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও যেখানে দেখা গিয়েছে, আমাদের রাজ্যের সাড়ে ছয় লক্ষ জব কার্ডের মধ্যে এক লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল পরেছে সুতরাং আধার ভিত্তিক মজুরী প্রদান পদ্ধতি বাতিলের দাবিতে গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও আটটি জেলায় কোথাও মিছিল, কোথাও সভার মধ্য দিয়ে এই দাবি জানানো হচ্ছে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version