Site icon janatar kalam

JRBT গ্রুপ-ডির অপেক্ষমাণ তালিকা প্রকাশের দাবিতে দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলো যুব কংগ্রেস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জে আর বি টি গ্রুপ-ডির মেধা তালিকা সম্প্রতি বের হয়েছে। এর পরেই যুব কংগ্রেস দাবি জানিয়েছে অপেক্ষমাণ তালিকা প্রকাশের। কর্তৃপক্ষের তরফে কোন সাড়া না পেয়ে ফের জে আর বি টি অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলো যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল। বুধবার সংগঠনের সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে প্রতিনিধিরা দেখা করেন অধিকর্তার সঙ্গে।

তারা ফের দাবি জানান জে আর বি টি গ্রুপ-ডির অপেক্ষমাণ তালিকা প্রকাশের। কারণ মেধা তালিকায় স্থান করে নেওয়া অনেকেই হয়তো চাকরিতে যোগদান করবেন না বিভিন্ন কারণে। তাই অপেক্ষমাণ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে সংগঠন।

পাশাপাশি চাকরি প্রত্যাশীরা কে কত নম্বর পেয়েছে লিখিত ও মৌখিক তা প্রকাশ করারও দাবি জানিয়েছেন যুব কংগ্রেসের প্রতিনিধিরা। এর আগেও যুব কংগ্রেসের তরফে জে আর বি টি অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে একই দাবি জানিয়েছিল। এখন দেখার কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয় কিনা?

 

Exit mobile version