Site icon janatar kalam

GB এবং IGM হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার : ডঃ শৈলেশ কুমার যাদব

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় আরো একটি হাসপাতাল হচ্ছে। এই হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম। এর নামকরণ করা হবে আগরতলা সিভিল হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এন্ড জিবি হাসপাতাল ও আইজিএম হাসপাতালে বহির্বিভাগে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে চলেছে।

এই চিন্তা ভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাঁসারী পট্টিস্হিত আগরতলা পুর নিগমের পুরানো অফিস চত্বরে গড়ে উঠা ভবন ঘুরে দেখেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যরা। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার।

কিন্তু এই দুইটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে। জিবি হাসপাতালে প্রতিদিন ২ হাজার এর বেশি ওপিডি হয়। এই দুইটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান।আগামী দুই মাসের মধ্যে এটির কাজ শেষ করার পরিকল্পনা।

 

 

Exit mobile version