Site icon janatar kalam

DRDO’র সাফল্যে সন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রী, বললেন ‘দেশের ক্ষমতা আরও শক্তিশালী’

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) ওড়িশার উপকূলে গতকাল সফলভাবে সম্পন্ন করল ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপন সিস্টেম (IADWS)-এর প্রথম উড়ান পরীক্ষা।

এই সাফল্যের জন্য DRDO, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং শিল্পক্ষেত্রকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, এটি আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সক্ষমতার এক বড় পদক্ষেপ।

IADWS একটি বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এর মধ্যে রয়েছে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল (QRSAM), অ্যাডভান্সড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (VSHORADS) মিসাইল এবং উচ্চক্ষমতা সম্পন্ন লেজার-ভিত্তিক ডিরেক্টেড এনার্জি উইপন (DEW)।

Exit mobile version