Site icon janatar kalam

CISF কর্মীর হাতে আটক মিরজালোল জুরায়েভ নামক এক উজবেক নাগরিক 

জনতার কলম ওয়েবডেস্ক :- সিআইএসএফ কর্মীরা আজ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২.৫২ কোটি টাকার বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে। আটকৃত যাত্রীর নাম মিরজালোল জুরায়েভ, যার দিল্লি থেকে দুবাই যাওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে মিরজালোল জুরায়েভ এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উদ্ধারকৃত মার্কিন ডলারসহ ওই যাত্রীকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে সিআইএসএফ এর পক্ষ থেকে।

Exit mobile version