janatar kalam Home রাজ্য CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে
রাজ্য শিক্ষা

CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে, পরীক্ষার প্রশ্নপত্র ভালো হবে বলে আশা অভিভাবকদের ।সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে। প্রথম দিন আয়োজন করা হয় বাংলা বিষয়ের পরীক্ষা। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এপরীক্ষা। রাজ্যের ১২৫টি স্কুল নতুন করে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছেন। প্রসঙ্গত এবছরেই শেষবারের মতো মাধ্যমিকে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষানীতি ২০২০ এর আওতায় বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে একমাত্র হবে উচ্চমাধ্যমিকেই। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরুর আগে অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে আসেন। পরীক্ষা শুরু হলে বাইরে দাঁড়িয়ে থাকেন। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান পরীক্ষার প্রশ্নপত্র ভালো হবে বলে আশা করেন।

Exit mobile version